কালুখালীতে ভর্তুকি মূল্যে কৃষি উপকরন বিতরন

গত মঙ্গলবার রাজবাড়ী জেলাধীন কালুখালী উপজেলার ১৮ জন কৃষকের মাঝে কৃষি উপকরন বিতরন কাজ উদ্বোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারন অধিদপ্তরের খামার যান্ত্রিকরন প্রকল্পের অধিনস্থ এ কাজে প্রত্যেক কৃষককে ২৫% ভর্তুকি মূল্যে প্রদান করা হয়েছে ।

কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজিত ভর্তুকি মুল্যে কৃষি উপকরন বিতরন অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মাছিদুর রহমান, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আলমঙ্গীর হোসেন,পল্লী উন্নয়ন কর্মকর্তা আজাদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কাউসার, সমবায় কর্মকর্তা কাজী বাবুল আক্তার, বোয়ালিয়া ইউপি আওয়ামীলীগের সভাপতি শের আলী, উপজেলা আওয়ামীলীগ নেতা খাইরুল ইসলাম খায়ের ,উপসহকারী কৃষি কর্মকর্তা আবু মৃসা প্রমুখ উপস্থিত ছিলেন।

এ প্রকল্পের অধীনে কালুখালী উপজেলার ৩ জন কৃষককে পাওয়ার থ্রেসার ও ১৫ জন কৃষককে পাওয়ার ট্রিলার প্রদান করা হলো।



মন্তব্য চালু নেই