৫ রুপিতে শিশু বিক্রির বিজ্ঞাপন
অনলাইনে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপনের ওয়েবসাইট কুইকার ডটকমে মাত্র পাঁচ রুপিতে শিশুর বিক্রির বিজ্ঞাপন ছাপা হয়েছে। এই অভিযোগ পেয়ে কর্তৃপক্ষের ব্যাখ্যা চেয়েছে ভারত সরকার।
গত ডিসেম্বরে সরকারের কাছে এ ব্যাপারে অভিযোগ করে শিশু অধিকার সুরক্ষা সংক্রান্ত জাতীয় কমিটি। তাদের দাবি, কুইকার ডটকম ‘রাহুল ফর সেল’ শিরোনামে একটি বিজ্ঞাপন তাদের ওয়েবসাইটে দেখাচ্ছে। তাতে ছেলেটির দাম ৫ রুপি উল্লেখও রয়েছে।
কেন্দ্রীয় সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় কমিটি অভিযোগটি খতিয়ে দেখছে। তারা কুইকার ডটকমের কাছে ব্যাখ্যা চেয়েছে।
কুইকার বিতর্কিত বিজ্ঞাপনটি ইতিমধ্যে সরিয়ে ফেলেছে। বিজ্ঞাপনটি দিয়েছিলেন চেন্নাইয়ের এক ব্যক্তি।
মন্তব্য চালু নেই