আমার সুনামিতে ধুয়ে যাবে কংগ্রেস : মোদি

আমার সুনামিতে ধুয়ে যাবে কংগ্রেস। সারা দেশে সুনামির মতো বিজেপির জনপ্রিয়তার ঢেউ উঠেছে। কংগ্রেস এই ঢেউয়ে ধুয়ে যাবে।

ঠিক এমন ভাষায় কংগ্রেসকে আক্রমণ করলেন ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার বিহারে এক নির্বাচনী প্রচারসভায় তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার দেশের ষষ্ঠ দফার নির্বাচনে বিহারে ব্যাপকভাবে ভোটদান করতে দেখা যায় মহিলা ও অল্পবয়সী ভোটারদের। ভোটারদের মধ্যে মোদিকে সমর্থন করার প্রবণতাও লক্ষ করা গেছে। ১৫ এপ্রিল প্রকাশিত এক্সিট পোলেও দেখা যাচ্ছে, এগিয়ে রয়েছে বিজেপিই। তবে চূড়ান্ত ফল জানতে অপেক্ষা করতে হবে সেই ১৬ মে পর্যন্ত।

তথ্যসূত্র : জিনিউজ।



মন্তব্য চালু নেই