স্বস্তির বৃষ্টি নারায়ণগঞ্জে

স্বস্তির বৃষ্টি নামল নারায়ণগঞ্জে। তীব্র দাবদাহের পর শুক্রবার বিকেলে নামে এই বৃষ্টি।

বিকেলে সাড়ে চারটা থেকে আকাশ মেঘাছন্ন হয়ে পড়ে। বইতে শুরু করে ঝোড়ো বাতাস। বিকেল পাচঁটায় শুরু হয় মুষলধারার বৃষ্টি। শিলাবৃষ্টিও হয়।

টানা সোয়া এক ঘন্টা বৃষ্টিতে জনজীবনে স্বস্তি ফিরে আসে। বৃষ্টিতে ভিজতে পথে নেমে পড়ে নারী শিশুসহ আবাল-বৃদ্ধ-বনিতা। পুকুরে গোসল করতে দেখা যায় শিশুদের। অনেকে আবার ফুটবল খেলায় মেতে ওঠে। শহুরে ছেলেমেয়েরা রিকশা নিয়ে রেরিয়ে পড়ে রাস্তায়। ঘরের ছাদেও বৃষ্টিতে ভিজতে দেখা যায় অনেককে।

প্রচন্ড তাপপ্রবাহের পর প্রত্যাশিত বৃষ্টি হওয়ায় মানুষকে দেখা যায় তাদের সৃষ্টিকর্তাকে স্মরণ করতে।

এর আগে শুক্রবার জুমার নামাজের সময় নারায়ণগঞ্জের সব মসজিদ, মাদ্রাসা ও অনেক বাসা বাড়িতেও নফল নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়।

বৃষ্টিতে ধুয়ে মুছে যায় পাতায় পাতায় ও রাজপথে জমে থাকা ধুলা। বইছে হিমেল হাওয়া। ফিরেছে স্বস্তি।



মন্তব্য চালু নেই