ওসমানীনগরে চাঞ্চল্যকর দুই শিশু হত্যায় পিতা আটক
সিলেটের ওসমানীনগরে রহস্য জনক দুই শিশু পুত্র হত্যার অভিযোগে পলাতক তাদের পিতা ছাতির আলীকে (৪০) আটক করেছে পুলিশ।
আজ বুধবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় উপজেলার দয়ামীর ইউপির চিন্তামনির দরগাবন্দ এলাকা থেকে রহস্যজনক দুই শিশুপুত্র রুজেল ও মামুনের হত্যাকারীর তাদের পিতা ছাতির আলী এলাকা থেকে পালীয়ে যাবার সময় স্থানীয় লোকজন দেখে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাতির আলী স্বীকার করে বলেছে সে নিজ হাতে সুপারি গাছের শলা দিয়ে তার দুই শিশু সন্তানকে হত্যা করেছে।
ওসমানীরগর থানার ওসি (তদন্ত) আনোয়ার উল ইসলাম আটকের বিষয়টি নিশ্চত করেছেন।
উল্লেখ্য গত (২৪ অক্টোবর) সোমবার ২টারদিকে উপজেলার দয়ামীর ইউপির চিন্তামানির দরগাবন্দ এলাকায় ছাতির আলী তার দুইপুত্র রুজেল ও মামুনকে নিয়ে কুড়সেচে মাছ শিকার করতে যায়।বিকাল গড়িয়ে সন্ধ্যা পেরিয়ে গেলও পিতা ও পুত্ররা বাড়ি না ফেরায় স্বজনরা অনেক খুজাখুজি করে রুজেল ও মানুনের মরদেহ ধান ক্ষেতের ডোবায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে রাত ৮টায় ওসমানীনগর থানার পুলিশ ঘটনা স্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
মন্তব্য চালু নেই