কক্সবাজার টেকনাফের ভাঙা বেড়িবাঁধ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

জামাল জাহেদ, ককসবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে ভেঙে যাওয়া বেড়িবাঁধ ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন। ২৬ অক্টোবর বুধবার সকালে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি দল সেখানে যায়।

এসময় জেলা প্রশাসক মো: আলী হোসেন বলেন, শাহপরীর দ্বীপের প্রায় তিন কিলোমিটার বাঁধ সাগরে বিলীন হয়ে গেছে। ক্ষতি হয়েছে শাহপরীর দ্বীপের উত্তরপাড়া থেকে হারিয়াখালী পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কের অংশ। বেড়িবাঁধ নির্মাণের জন্য শিগগিরই দরপত্র আহ্বান করা হবে।

ভাঙা বেড়িবাঁধ ও সড়ক পরির্দশনের সময় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম, সহকারী কমিশনার (ভূমি) মোমেনা আক্তার, টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল মজিদ, উপজেলা এলজিইডির প্রকৌশলী আবসার উদ্দিন, সাবরাং ইউপির চেয়ারম্যান নুর হোসেন, টেকনাফ পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর প্রমুখ।



মন্তব্য চালু নেই