ভারতই সাচ্চা ইসলামি রাষ্ট্র

রাজমাথ সিং স্বরাষ্ট্র না হয়ে ধর্মমন্ত্রী হলে বেশি ভালো করতেন বলেই অনেক ভারতীয় মনে করেন। কারণ বক্তব্যে তিনি বেশিরভাগ সময়ই ধর্মীয় ইস্যুকে টেনে এনে বিতর্কে জড়ান।

এবারও একই কাজ করলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজমাথ সিং। ভারতকে পাকিস্তানের চেয়েও বেশি ইসলামিক রাষ্ট্র বলা যায় বলে মন্তব্য করেছেন তিনি।

গতকাল শুক্রবার পাক রেঞ্জার্সের সঙ্গে এক বৈঠকের সময় এমন মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

রাজমাথ সিং বলেন, ‘পাকিস্তানের চেয়েও বেশি ধর্মপ্রাণ মুসলিম ভারতে বাস করেন। তারা সুখেই সেখানে বসবাস করেন। সেই সঙ্গে তাদের অন্তরাত্মায় ভারতীয় জাতীয়তাবোধ প্রবল।’

রাজনাথ বলেন, ‘পাকিস্তানের চেয়ে ভারতে অনেক বেশি মুসলমান বসবাস করে। তাই ভারতকে আরও সাচ্চা ইসলামি রাষ্ট্র বলা যায়।’

এর জাবাবে পাক রেঞ্জার্সের ডিজি বলেন, ‘আপনাদের দেশে অনেক বড়। আমরাও চাই আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হোক।’

তিনি বলেন, ‘ভারতের মতো পাকিস্তানও সন্ত্রাসবাদের শিকার। তাই দুই দেশেকে এককাট্টা হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে হবে।’

সীমান্ত লাড়াই প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গুলি নয়, আলোচনার মাধ্যমে অনুপ্রবেশ সমস্যার সমাধান করতে চায় ভারত।’ তিনি এও জানান, সীমান্তে ভারত কখনোই প্রথম বুলেট ছুঁড়বে না।



মন্তব্য চালু নেই