আইএস’র খিলাফত স্বীকার করে না আল-কায়দা

নতুন এক বার্তায় ইসলামিক স্টেট নেতার বিরুদ্ধে বিষেদাগার করলেন আল কায়েদা প্রধান আয়মন আল জাওয়াহিরি। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএন চলতি সপ্তাহের শনিবার ‘সাইট’ ওয়েবসাইটের উদ্ধৃতি দিয়ে জাওয়াহিরির এই বিবৃতি প্রকাশ করে।

মূলত আইএসএস’র(ইসলামিক স্টেট) উত্থানের পর থেকে আলকায়েদার সঙ্গে এর মতাদর্শিত দ্বন্দ্ব শুরু হয়। কিন্তু এতোদিনের অপ্রকাশ্য দ্বন্দ্ব জাওয়াহিরির এই বক্তব্যের ভেতর দিয়ে প্রকাশ্য হলো। ভিডিওবার্তায় জাওয়াহিরি আইএসকে খোলাখুলি আক্রমন করে বলেন, ‘আমরা এই খিলাফত স্বীকার করি না। আমরা আবু বকর আল বাগদাদিকে খিলাফতের যোগ্য বলে মনে করি না।’

পাশাপাশি জওয়াহিরি তার বক্তব্যে ইসলামিক স্টেটের আওতার বাইরের মুসলিম জনগণের সমর্থন লাভে ব্যর্থতার কথাও তুলে ধরেন। তিনি বলেন, ‘গাজা যখন ইসরায়েলি বোমার পুড়ে যাচ্ছিল তখন আবু বকর আল বাগদাদি তাদের সমর্থনে এগিয়ে যাননি। কিন্তু অন্যান্য মুজাহিদিন দলগুলোর সঙ্গে আলোচনা না করেই নিজেকে খলিফা হিসেবে ঘোষণা করে সকল দলগুলোকে একত্রিত করার দিকেই তার উদ্বেগ ছিল।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা উইলিয়াম ম্যাককান্ট এবিষয়ে জানান, ‘ইসলামিক স্টেটের বিরুদ্ধে এটা এটা গুরুত্বপূর্ন পদক্ষেপ। নিশ্চিতভাবেই জাওয়াহিরি খুবই রাগান্বিত এবং হতাশ যে তাকে ইসলামিক স্টেট নিয়ে কথা বলতে হয়েছে। ইসলামিক স্টেট তাকে, সেনাদের ক্রমাগত আক্রমন করে যাচ্ছে।’



মন্তব্য চালু নেই