হিলারির ‍বিরুদ্ধে চুরির অভিযোগ!

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে চুরির অভিযোগ এনেছে রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসকারী ওয়েবসাইট উইকিলিকস।

রোববার রাতে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণার পরপরি এক টুইটার বার্তায় হিলারির বিরুদ্ধে এ অভিযোগ তোলে উইকিলিকস।

প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানে হিলারির ব্যবহার করা লোগোটি উইকিলিকসের টুইটার থেকে নেওয়া বলে দাবি করেছে উইকিলিকস।

058

ওয়েবসাইটটির ভাষ্য, ‘হিলারি ক্লিনটন আমাদের উদ্ভাবিত উইকিলিকসের টুইটার নকশা চুরি করেছেন।’

টুইটারে নিজেদের ও হিলারির লোগো পাশাপাশি রেখে মিল-অমিল দেখিয়েছে উইকিলিকস। উইকিলিকসের লোগোতে লাল রঙের একটি তীর চিহ্ন রয়েছে। হিলারির ‘এইচ’ লেখা লোগেতেও একই ধরনের একটি তীর-চিহ্ন রয়েছে।



মন্তব্য চালু নেই