হাফিজ-বৈদিক বৈঠকের দায় এড়াতে পারে না মোদি সরকার, বলল শরিক শিবসেনা

রামদেব ও আরএসএসের ঘনিষ্ঠ বলে পরিচিত সাংবাদিক বেদপ্রকাশ বৈদিকের লস্কর-ই-তৈবা প্রতিষ্ঠাতা হাফিজ মহম্মদ সঈদের সঙ্গে বৈঠকের ইস্যুতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের অস্বস্তি বাড়াল শরিক শিবসেনা।২৬/১১-র মূল চক্রীর সঙ্গে ভারতীয় সাংবাদিকের বৈঠকের ব্যাপারে দায় এড়াতে পারে না কেন্দ্রের এনডিএ সরকার।শিবসেনা মুখপত্র সামনা-য় এই অভিমত জানিয়ে বলা হয়েছে, ওই বৈঠকের ব্যাপারে সরকারের হাত নেই, শুধু এটুকু বলাই যথেষ্ট নয়।যদি কেন্দ্রে আজ কংগ্রেস সরকারে থাকত আর কোনও সাংবাদিক হাফিজ সঈদ বা দাউদ ইব্রাহিমের সঙ্গে দেখা করতেন, তাহলে বিজেপি তো সরকারকে আক্রমণ করত নিশ্চয়ই কিন্তু আজ আমরা ক্ষমতায়।সুতরাং সরকারের এর সঙ্গে কোনও সম্পর্ক নেই বললে হবে না।ইস্যুটার গভীরে ঢুকতে হবে।দেশের নিরপত্তার প্রশ্ন জড়িয়ে রয়েছে।তাই এ ক্ষেত্রে কোনওরকম হিন্দু-মুসলিম বাছাবাছি করা চলবে না।একজন সাংবাদিককে ছাড় দিলে তো কাল যে কেউ দাউদ, টাইগার মেমন, সঈদের সঙ্গে বসে বিরিয়ানি খেয়ে আসবে!।

সামনা-য় এও বলা হয়েছে, মোদি সরকার ভালই শুরু করেছে।সুতরাং কোনও ব্যক্তিবিশেষের হঠকারিতার জন্য সরকারের সমস্যায় পড়া উচিত নয়।সংসদে দাঁড়িয়ে বিদেশমন্ত্রী যে বৈঠকের নিন্দা করেছেন, এটা শুভ লক্ষণ।শিবসেনার মতে, দেশের শত্রু সঈদের সঙ্গে বৈঠকে বসা দেশদ্রোহিতা এবং সরকারের উচিত ওই সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।তারা বলেছে, দেশের সার্বভৌমত্ব, সংহতি নিয়ে কথা বলার অধিকার বৈদিককে কে দিয়েছে? সামনা-য় আরও বলা হয়েছে, পাকিস্তান সরকার, আইএসআইয়ের ভূমিকায়ও আমরা বিস্মিত।পাক সরকার সাধারণ ভারতীয়দের ভিসা দেয় না, তাহলে বৈদিকের বেলায় ওরা কেন এত উদার?



মন্তব্য চালু নেই