সিরিয়া যুদ্ধে রাশিয়ার সঙ্গে যোগ দিচ্ছে চীন

চীন সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুদ্ধরত এবং সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের কর্তৃত্ব রক্ষায় রুশ বাহিনীর সাথে একাত্মতা ঘোষণা করেছে। সিরিয়া যুদ্ধে চীনের অংশগ্রহণের শুরু হিসেবে চীন সেখানে যুদ্ধ বিমান পাঠানোর সীদ্ধান্ত গ্রহণ করেছে বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে।

চীন ইতোমধ্যে সিরিয়ায় রুশ বাহিনীর সঙ্গে এক হয়ে আইএস এর বিরুদ্ধে যুদ্ধের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। চীনা যুদ্ধবিমান শেনইয়াং জে- ১৫ প্রথমবারের মতো যুদ্ধে অংশ নিতে এখন শুধু আকাশে উড়ার প্রতীক্ষায়।

চীনা গণমাধ্যম প্রতিবেদনে উর্ধ্বতন কর্মকর্তারা বলেন, চীনা বিমান বাহিনীর বিমান সিরিয়ার আকাশে উড়বে ঠিকই কিন্তু তা মার্কিন যৌথ বাহিনীর কোনো প্রকার নিয়ন্ত্রণে বা জবাবদিহিতায় বাধ্য থাকবে না। সেখানে চীনা যুদ্ধবিমানের প্রধান কাজ হবে প্রেসিডেন্ট বাশার আল আসাদের কর্তৃত্ব রক্ষায় যুদ্ধ করা।

মার্কিন যৌথ বাহিনী এবং রাশিয়া মধ্যপ্রাচ্যে আইএস ইস্যুতে একসাথে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করলেও এই দুই পরাশক্তির লক্ষ্য শেষ পর্যন্ত এক জায়গায় বিদ্যমান থাকেনি বলে মনে করে আন্তর্জাতিক মহল।

রাশিয়ার সামরিক সহযোগী হিসেবে হিজবুল্লাহ, ইরাক, ইরান তো আগেই ছিল এখন আরো এক পরাশক্তি যোগ হতে যাচ্ছে।



মন্তব্য চালু নেই