সিরিয়ায় যাওয়া চেষ্টার অভিযোগে ৬ ফরাসি আটক

সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যোগ দেয়ার চেষ্টার অভিযোগে ছয় ফরাসি নাগরিকে পাসপোর্ট জব্দ করেছে দেশটির সরকার। সিরিয়া যাওয়ার আগ মুহূর্তে সোমবার তাদের আটক করা হয়।

গত বছর নভেম্বরে পাশ হওয়া সন্ত্রাসবাদ প্রতিরোধ আইনের আওতায় তাদের আটক করা হলো।

প্রতিরক্ষামন্ত্রী বার্নার্ড ক্যাজিনিউভ জানান, গোয়েন্দা সংস্থার বিশ্বাস আটককৃতরা সিরিয়ায় আইএসের সঙ্গে যোগ দিতে যাচ্ছিল।

তিনি বলেন, তাদের পাসপোর্ট ও পরিচয়পত্র ছয় মাসের জন্য জব্দ করা হয়েছে। প্রয়োজনে এই মেয়াদ বাড়ানো যাবে। অভিযুক্তরা চাইলে সরকারের এ আদেশের বিরুদ্ধে আদালতে যেতে পারবেন।

ফরাসি গণমাধ্যম জানিয়েছে, এদের মধ্যে কয়েকজনের বিষয়ে তাদের স্বজনরা পুলিশকে ফোন করে জানিয়েছে। আর অন্যদেরকে পুলিশ তদন্তের মাধ্যমে চিহিৃত করেছে।

ফরাসি কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় চারশ ফরাসি নাগরিক সিরিয়ায় আইএসের সঙ্গে রয়েছে। এছাড়া ১৮০ জন ফ্রান্সে ফিরে এসেছে, সিরিয়ায় যেতে চাইছে আরও দুইশ নাগরিক। এদের বাইরে আরও দুইশ ফরাসি সিরিয়া যেতে ইউরোপের বিভিন্ন দেশ থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।



মন্তব্য চালু নেই