সিআইএ’র হাজার হাজার নথি ফাঁস করেছে উইকিলিকস

বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ নথি ফাঁসকারী ওয়েবসাইট উইকিলিকস মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র হাজার হাজার নথি প্রকাশ করেছে। মঙ্গলবার এসব নথি প্রকাশ করে উইকিলিকস বলছে, সিআইএ’র সাইবার ইন্টেলিজেন্স কেন্দ্রের এসব নথিতে আমেরিকার গুপ্তচরবৃত্তির চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

তবে তাৎক্ষণিকভাবে উইকিলিকসের ফাঁস করা এসব নথির সত্যতা নিশ্চিত হতে পারেনি বার্তাসংস্থা এপি। এছাড়া মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে সরকারি গোপন নথি ফাঁসের দীর্ঘ রেকর্ড রয়েছে উইকিলিকসের।

ফাঁসকৃত সিআইএ’র নথি বিশ্লেষণকারী বিশেষজ্ঞরা বলছেন, এসব নথির সত্যতা রয়েছে বলে মনে হচ্ছে। উইকিলিকসের ফাঁসকৃত নথি সিআইএ’র জন্য হুমকি।

এর আগে গত নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ডেমোক্রেট জাতীয় কমিটির (ডিএনসি) গোপন নথি ফাঁস করে উইকিলিকস। ওই সময় উইকিলিকস জানায়, ডিএনসির সার্ভার হ্যাকিংয়ের মাধ্যমে কিছু অডিও বার্তা প্রকাশ করা হয়।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।



মন্তব্য চালু নেই