সাগরে ভার্দাহ, আন্দামানে আটকা ১৯শ পর্যটক

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট গভীর নিম্নচাপটি কিছুটা উত্তরে সরে ঘূর্ণিঝড় ‘ভার্দাহ’-এ পরিণত হয়েছে বৃহস্পতিবার। আর এর প্রভাবে ভারতের আন্দামান দ্বীপপুঞ্জে আটকা পড়েছেন প্রায় ১৯শ পর্যটক। খবর টাইসম অব ইন্ডিয়ার।

নিম্নচাপের প্রভাবে মূল ভূ-খণ্ড থেকে গত দু’দিন বিচ্ছিন্ন রয়েছে আন্দামান।

প্রশাসনিক কর্মকর্তার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, আটকে পড়াদের মধ্যে হ্যাভলকে আছেন ১২শ ও নেইলে আছেন ৭শ পর্যটক।

অবকাশ যাপনে দ্বীপটিতে যাওয়া পর্যটকদের সময় এখন কাটছে দুঃস্বপ্নের মতো।

আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বসতি অঞ্চল পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত হ্যাভলক ও নেইলই হলো এ দ্বীপপুঞ্জের সবচেয়ে জনপ্রিয় টুরিস্ট স্পট।

ভার্দাহের প্রভাব এ দ্বীপ দু’টিতেই সবচেয়ে বেশি দৃশ্যমান হচ্ছে। সেখানে ভারী বৃষ্টিপাতের সঙ্গে রয়েছে, জোর হাওয়া আর উত্তাল সমুদ্র।

আটকে পড়া পর্যটকদের উদ্ধারে গত দু’দিনে তিনবার চেষ্টা করেও উত্তাল সমুদ্রের কাছে হার মেনেছে ভারতীয় নৌবাহিনী।

তবে দক্ষিণ আন্দামান দ্বীপপুঞ্জের ডেপুটি কমিশনার উদীপ্ত প্রকাশ জানিয়েছেন, আটকে পড়া পর্যটকদের প্রত্যেকেই নিরাপদে আছেন।

বলা হচ্ছে সেখানে খাবার ও পানির কোনো সঙ্কটও নেই। সব হোটেল মালিকদের বলা হয়েছে বিনামূল্যে খাবার সরবরাহ করতে।

তবে মোবাইল নেটওয়ার্ক না পাওয়া যাওয়ার কারণে আটকে পড়া পর্যটকদের স্বজনদের উদ্বেগ কমছে না।



মন্তব্য চালু নেই