সর্বসম্মতিক্রমে ভারতের লোকসভার অধ্যক্ষ হলেন সুমিত্রা মহাজন

দিলীপ মজুমদার (কলকাতা): সর্বসম্মতিক্রমে কাল লোকসভার অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হলেন বিজেপি সাংসদ সুমিত্রা মহাজন৷ তিনি হলেন লোকসভায় দ্বিতীয় মহিলা অধ্যক্ষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর নাম প্রস্তাব করবেন৷এই প্রস্তাবকে সমর্থন করে সবকটি রাজনৈতিক দলই। নবনির্বাচিত সাংসদদের শপথ গ্রহণের পর অধ্যক্ষ নির্বাচন করা হয়। মধ্যপ্রদেশ থেকে নির্বাচিত আটবারের সাংসদ সুমিত্রা মহাজনকে অভিননন্দন জানান প্রধানমন্ত্রী বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, এআইএডিএমকে নেতা এম থাম্বিদুরাই সহ সমস্ত রাজনৈতিক দলই। উল্লেখ্য, এর আগের লোকসভায় অধ্যক্ষ ছিলেন মীরা কুমার। এবারও এক মহিলাই অধ্যক্ষ নির্বাচিত হলেন।

১৯৮৯ থেকে লোকসভার সদস্য তিনি। ওই সময় থেকেই একাদিক্রমে ইন্দোওর আসন থেকে নির্বাচিত হয়েছেন ৭২ বছরের সুমিত্রা। ২০০২-২০০৪-এ এনডিএ জমানায় বিভিন্ন দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি।



মন্তব্য চালু নেই