সর্বকনিষ্ঠ অঙ্গদাতা হলো ১০০ মিনিট আয়ুর শিশু

যুক্তরাজ্যের এক শিশু জন্মের পর মাত্র ১০০ মিনিট বেঁচে ছিল। এ শিশুটির মৃত্যুর পরে তার দেহের নানা অঙ্গ বিভিন্ন মানুষের দেহে কাজে লাগানো হয়। আর এভাবেই সে যুক্তরাজ্যের সর্বকনিষ্ঠ অঙ্গদাতা হিসেবে পরিচিতি পেয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইনডিপেনডেন্ট।

টেডি হাউলসন নামে সে শিশুটির মায়ের গর্ভেই কিছু মারাত্মক স্বাস্থ্য সমস্যা দেখা দেয় বলে চিকিৎসকরা জানিয়েছিলেন। ফলে জন্মের পর তার বেঁচে থাকার সম্ভাবনা ছিল না বলেই জানিয়েছিলেন চিকিৎসকরা। এ কারণে শিশুটির বাবা-মা তার দেহের অঙ্গ কাউকে দেওয়ার সিদ্ধান্ত নেন।

প্রাথমিকভাবে চিকিৎসকরা শিশুটির অঙ্গ নেওয়ার পরিকল্পনা ছিল না। কারণ এত ছোট শিশুর অঙ্গ প্রতিস্থাপন সম্ভব কি না, তা নিয়ে তারা সন্দেহে ছিলেন। তবে এরপর চিকিৎসকরা তার দেহের অঙ্গ নেওয়ার সিদ্ধান্ত নেন।

মারা যাওয়ার পর টেডির কিডনি চিকিৎসকরা অন্য একজন রোগীর দেহে প্রতিস্থাপন করেন। সে ব্যক্তির কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। টেডির মা জেস ইভান্স এ প্রসঙ্গে বলেন, ‘যখন টেডির কিডনি তারা নিয়ে গেলেন তখন খুবই দুঃখ হয়েছিল। কিন্তু সেখানে অত্যন্ত ভালো একটা অনুভূতিও ছিল।’



মন্তব্য চালু নেই