শ্রীলঙ্কায় জাতিসংঘ তদন্ত প্রতিবেদনের সময় পেছালো

২৬ বছর ধরে চলা শ্রীলঙ্কার গৃহযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিষয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন আগামি সেপ্টেম্বরের আগে প্রকাশ হচ্ছে। শ্রীলঙ্কার সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রতিবেদন প্রকাশের তারিখ পেছানো হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

২০০৯ সালে শ্রীলঙ্কার তামিল টাইগার দমন অভিযানে দেশটির সেনাবাহিনীর হাতে সংখ্যালঘু তামিলরা গণহত্যার শিকার হয়েছিল কিনা সে বিষয়ে তদন্ত করেছিল জাতিসংঘ। ওই তদন্তের তীব্র বিরোধিতা করেছিলেন সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে। প্রতিবেদন তৈরির সময় রাজপক্ষে সরকার কোন সহযোগিতা করেনি জাতিসংঘ তদন্ত দলকে। গত মাসে এক সময়ের সহযোগী মাইথ্রিপালা সিরিসেনার কাছে পরাজিত হন রাজাপক্ষে। শ্রীলঙ্কার নতুন সরকার জাতিসংঘকে সম্প্রতি এ বিষয়ে তার দেশে তদন্ত চালাতে অনুমতি দিয়েছে। একই সঙ্গে আগের তদন্ত প্রতিবেদনটি স্থগিতেরও অনুরোধ জানিয়েছে শ্রীলঙ্কা।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার জিদ রায়াদ আল হুসেইন জানান, আরো শক্তিশালী ও সমন্বিত প্রতিদেন তৈরীর জন্য তিনি আগামি সেপ্টেম্বর পর্যন্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ না করার বিষয়ে সুপারিশ করেছেন।

তিনি আরও বলেন, এ ব্যাপারে শ্রীলঙ্কার নতুন সরকার আগের সরকারের চেয়ে বেশি সহযোগিতাতা করতে প্রস্তুত।



মন্তব্য চালু নেই