শিক্ষা বিধ্বংসী সহিংসতা বন্ধের দাবীতে বালিয়াকান্দি কলেজে বিক্ষোভ ও মানববন্ধন

নির্বিঘ্নে শিক্ষা ও পরীক্ষা কার্যক্রম পরিচালনা করতে এবং শিক্ষা বিধ্বংসী সহিংসতা বন্ধের দাবীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী অধিভুক্ত কলেজে ঘোষিত কর্মসুচির অংশ হিসাবে শনিবার সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত রাজবাড়ীর বালিয়াকান্দি কলেজে বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারীরা কলেজ চত্বরে জড়ো হয়ে এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচি পালন করে। পরে কলেজ চত্বরে সমাবেশে বক্তৃতা করেন, কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা, ইংরেজি প্রভাষক সিরাজুল ইসলাম, প্রভাষক নজরুল ইসলাম, রকিবুল ইসলাম, ছাত্র রাজু বিশ্বাস প্রমুখ।



মন্তব্য চালু নেই