র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে রাজবাড়ীতে সিভিল সার্ভিস ডে পালিত
“সিভিল সার্ভিস হোক সেবামূখী ও জনমূখী ” এ স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে সিভিল সার্ভিস ডে পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে এ উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় হতে বের করা হয় এক বর্নাঢ্য র্যালী। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।
রাজবাড়ী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গাজী আসাদুজ্জামান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সিভিল সার্জন ডাঃ মোঃ মাহাবুবুল হক, জেলা কালেক্টরেটের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক রেজানূর রহমান প্রমুখ।
বক্তারা এ সময় সময় সিভিল সার্ভিসের সেবা জনহনের দোর গোড়ায় পৌছে দেওয়ার আশ্বাস দেন।
মন্তব্য চালু নেই