রাশিয়ার কামচাটকায় ৬.৪ মাত্রার ভূমিকম্প

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে সোমবার ভোরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে এএফপি জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া ওই ভূমিকম্পের পর প্রশান্ত মহাসগরে কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

সোমবার স্থানীয় সময় ভোর চারটার দিকে ওই ভূমিকম্পটি অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বলছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল কামচাটক উপদ্বীপের ১২৮ মাইল দক্ষিণের কোমান্দরস্কিয়ে অস্ট্রোভা এলাকায়। ওই এলাকাটি কমান্ডার দ্বীপপুঞ্জ নামেও পরিচিত। ভূগর্ভে এর গভীরতা ছিল ২৯ কিলোমিটার। ভূমিকম্পে গোটা উপদ্বীপ কেঁপে ওঠেছিল। যদিও এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।



মন্তব্য চালু নেই