রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
রাজবাড়ী সদরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার চন্দনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা জননী পরিবহনের বাসটি রাজবাড়ী সদর উপজেলার চন্দনী এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি পাশের খাদে পড়ে চারজন নিহত হন। তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।
মন্তব্য চালু নেই