যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ছুরিকাহত নিরাপত্তাকর্মী, আক্রমণকারী গুলিবিদ্ধ

যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্সে, বিমানবন্দরে এক ছুরি-হাতে-আক্রমণকারীকে লক্ষ্য করে গুলি ছুড়েছে পুলিশ। ‍

গুলিবিদ্ধের পরিচয়: গুলিবিদ্ধ লোকটি একজন প্রৌঢ়, নাম রিচার্ড হোয়াইট, বয়স ৬২। পেশায় ট্যাক্সিচালক। ধারণা করা হচ্ছে পুলিশের খাতায় এর আগে কখনও তার নাম ওঠেনি। বা উঠে থাকলেও তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

যা ঘটেছিল: রিচার্ড হোয়াইট বিমানবন্দরের একটি তল্লাশী চৌকিতে দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের ওপর ছুরি হাতে ঝাঁপিয়ে পড়েছিলেন। এর পেছনে কারণটি অনুদ্ঘাটিত। একজন কর্মকর্তার বাহুতে আঘাত করার পর অপর কর্মকর্তারা তাকে সতর্ক করে দেন। ফল না হওয়ার গুলি ছোড়েন। এতে পা, বুক ও চোয়ালে আঘাত পান রিচার্ড হোয়াইট। অতঃপর মাটিতে লুটিয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা যা দেখলেন: প্রত্যক্ষদর্শীরা জানান, হোয়াইটকে নিস্পন্দ হয়ে পড়ে থাকতে দেখা গেছে।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মার্কিন বোস্টন গ্লোবাল পত্রিকার সাংবাদিক ফারাহ স্টকম্যান। টুইটারে তাৎক্ষণিক একটি টুইট লেখেন ফারাহ। ‘উপস্থিত জনতা অকস্মাৎ গুলির শব্দ শুনতে পেল। সবাই লুকিয়ে পড়লো চেয়ার আর দরজার আড়ালে। আমাদের বেরোনোর পথ করে দিল। গুলিবিদ্ধ দেহটি রক্তের ডোবায় নিস্পন্দ পড়ে ছিল।’

পুলিশ জানিয়েছে ইতোমধ্যে হোয়াইটকে হাসপাতালে নেয়া হয়েছে। তার অবস্থা অনেকটাই ঝুঁকিমুক্ত।



মন্তব্য চালু নেই