উত্তর কোরিয়া পরমাণু যুদ্ধে প্রস্তুত

হুমকির মুখোমুখি হলে উত্তর কোরিয়া পরমাণু যুদ্ধ শুরু করতে প্রস্তুত রয়েছে। ব্রিটেনে নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত হিউন-হাক স্কাই নিউজকে দেয়া এক দুর্লভ সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। কারণ উত্তর কোরিয়ার কর্মকর্তারা সাধারণত পশ্চিমা গণমাধ্যমকে এড়িয়ে চলেন।

হিউন-হাক স্বীকার করেন উত্তর কোরিয়ার কাছে পরমাণু অস্ত্র আছে এবং দেশটি এসব অস্ত্র ব্যবহারে প্রস্তুত।

তিনি বলেন, ‘আমরা প্রস্তুত। এ কারণেই আমি বলছি, যদি উত্তর কোরিয়ার দিকে কোন আগুনের গোলা নিক্ষেপ করা হয়, তাহলে তা পরমাণু যুদ্ধের দিকে গড়াবে।’

তিনি আরও বলেন, আমরা কোন ফাঁকা বুলি আওড়াই না। আমরা যা বিশ্বাস করি তাই বলি। পরমাণু অস্ত্র হামলা চালানোর সক্ষমতা আমেরিকার একার নয়।’

আমেরিকা ও দক্ষিণ কোরিয়া যখন যৌথ সামরিক মহড়া চালাচ্ছে তখন এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন উত্তর কোরিয়ার প্রবীণ কূটনীতিবিদ। চলতি মাসের ২ তারিখ থেকে শুরু হওয়া এ মহড়া আট সপ্তাহ চলবে। মহড়ায় দক্ষিণ কোরিয়ার ১০ হাজার এবং আমেরিকার আট হাজার সেনা অংশ নিয়েছে।



মন্তব্য চালু নেই