যুক্তরাষ্ট্রের ড্রোন ফেরত দিল চীন
দক্ষিণ চীন সাগরে গত সপ্তাহে জব্দ করা যুক্তরাষ্ট্রের ড্রোনটি ফেরত দিয়েছে চীন।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বিষয়টি নিশ্চিত করেছে বলে বিবিসির এক খবরে জানানো হয়েছে।
অন্যদিকে, সিএনএনের খবরে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিকে উদ্ধৃত করে বলা হয়, ‘চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বন্ধুত্বপূর্ণ আলোচনার পর যুক্তরাষ্ট্রের ডুবো ড্রোনটি ফেরতের প্রক্রিয়া ঝামেলাহীনভাবে সম্পন্ন হয়েছে।’
স্থানীয় সময় বৃহস্পতিবার আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের ড্রোনটি জব্দ করে চীন। তবে কী কারণে ড্রোনটি জব্দ করা হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি চীনের পক্ষ থেকে।
চীনের অভিযোগ, যুক্তরাষ্ট্র ঘটনাটি অতিরঞ্জিত করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীন ড্রোনটি ‘চুরি করেছে’।
সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে ট্রাম্প বলেন, ‘চীনকে আমাদের বলা উচিত, তারা যে ড্রোনটি চুরি করেছে, সেটি আমরা ফেরত চাই না। সেটা তাদের কাছেই থাকুক।’
পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়, মনুষ্যবিহীন ডুবোযান (ইউইউভি) হিসেবে পরিচিত ড্রোনটি বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহৃত হচ্ছিল।
গত শনিবার এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র পিটার কুক বলেন, ‘চীনা কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে আমরা একটি সমঝোতায় এসেছি, যার মাধ্যমে চীনারা ইউইউভিকে যুক্তরাষ্ট্রের কাছে ফেরত দেবে।’
মন্তব্য চালু নেই