মোহাম্মদপুরে বস্তিতে আগুন, পুড়লো শতাধিক ঘর

রাজধানী মোহাম্মদপুর এলাকার বাঁশবাড়ি বস্তিতে আগুন লাগার পর তা দুই ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এই আগুনে বস্তিটির শতাধিক কাঁচা ঘর পুড়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে তিনটার দিকে এই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

মোহাম্মদপুর শিয়া মসজিদের পাশের এই বস্তিটির আগুনের কিভাবে সূত্রপাত ঘটে তা এখনো জানা যায়নি। বস্তিটিতে তিন শতাধিক কাঁচা ঘর রয়েছে। যাদের ঘর ও আসবাবপত্র পুড়ে গেছে তারা অসহায় অবস্থায় খোলা আকাশের নিচে অবস্থান করছেন। কেউ কেউ পাশের স্কুলে আশ্রয় নিয়েছেন।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ওই এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। তিনি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। তদন্ত করে আগুন লাগার কারণ বের করবেন বলেও জানান সাংসদ।



মন্তব্য চালু নেই