মোদি প্রধানমন্ত্রী হলে ভারত ছাড়খাড় হয়ে যাবে: মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদিকে গুজরাটের কসাই বলে অভিহিত করার পর এবার বলেছেন, মোদি প্রধানমন্ত্রী হলে ভারত জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে।

মঙ্গলবার এক নির্বাচনী জনসভায় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বলেন, ‘মোদি প্রধানমন্ত্রী হলে ভারত আবার অন্ধকার যুগে চলে যাবে।’

এরই মধ্যে মোদি প্রধানমন্ত্রী বনে গিয়েছেন-এমনটা ভাবতে শুরু করেছেন বলে মমতা অভিযোগ করেন। তিনি বলেন, ‘মোদি বাঘ নন। মায়বতী, জয়ললিতা, মুলায়মজীর মতো বিখ্যাত নেতা রয়েছেন, যারা আসলেই বাঘ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বাঘ হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। তার আবাসভূমি বাংলা।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘যে নেতা ভারতের নেতৃত্ব দেবেন, তাকে মহাত্মা গান্ধী, নেতাজি, সরদার বল্লভভাই প্যাটেলের মতো হতে হবে। এমন কোনো ব্যক্তি নয়, যার আদর্শ ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করা।’

মমতা অভিযোগ করেন, ‘যে ব্যক্তি দাঙ্গা বাধানোর নির্দেশ দেন, তিনি কখনো ভারতের মতো বহু ধর্ম ও ভাষাভাষিভিত্তিক দেশের নেতা হতে পারেন না।’

মমতার চিত্রকর্ম ১ কোটি ৮০ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে মোদি যে অভিযোগ করেছেন, সে প্রসঙ্গে মমতা বলেন, এ ব্যাপারে মন্তব্য করার আগে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন। তিনি আরো বলেন, ‘কানে কোনো কথা গেলেই তা বলে ফেলা নিঃসন্দেহে খুব দুঃখজনক। যে ব্যক্তি তার মুখ সামলে রাখতে পারেন না, তিনি দেশ কিভাবে সামাল দেবেন।’

মমতা অভিযোগ করেন, মিডিয়ার একটা অংশ মোদির সমর্থনে গান গাইছে। তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘অনুগ্রহ করে আমাকে রাজনীতি শেখাবেন না।’

সূত্র : টাইমস অব ইন্ডিয়া



মন্তব্য চালু নেই