চট্টগ্রামে দুর্ঘটনার কবলে প্রশিক্ষণ বিমান

চট্টগ্রামে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়েছে বিমান বাহিনীর একটি বিমান। পাইলট অক্ষত রয়েছেন। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরের অদূরে অবস্থিত বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় বিমানের চাকার নিচের অংশে আগুন ধরে যায়। তবে বিমান বাহিনীর কর্মীরা নিজস্ব উদ্যোগে দ্রুত আগুন নিভিয়ে ফেলে।
শাহ আমানত বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার নূর ই আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে কর্মরত ঊর্ধতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিমানটি নামার সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় পাইলট এর নিয়ন্ত্রণে নিয়ে ইজেক্টর সুইচ ব্যবহার করে জরুরি অবতরণ করেন।
পাইলটকে প্রাথমিক চিকিৎসার জন্য বিমানবাহিনীর হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, “বিষয়টি আমরা অনুসন্ধান করে দেখছি।”



মন্তব্য চালু নেই