মেক্সিকোর ‘অপরাধবান্ধব’ নতুন আইন

উত্তর আমেরিকার দক্ষিণাঞ্চলীয় দেশ মেক্সিকো, এর সাংবাদিকেরা দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ সিনালোয়ায় সম্প্রতি পাস হওয়া নতুন এক আইনের তীব্র বিরোধীতা করেছেন। এ আইন বাস্তবায়িত হতে থাকলে অপরাধপ্রবণ অঞ্চলটিতে অপরাধ সাংবাদিকতা করা অসম্ভব হয়ে দাঁড়াবে।

নতুন এ আইন অনুসারে, সাংবাদিকরা কোন অপরাধমূলক কর্মকাণ্ডের ছবি তুলতে পারবেন না। শুধু তাই নয়, এ কদরে বাদ পড়ে যাচ্ছে অপরাধমূলক কর্মকাণ্ডের ভিডিও এমনটি অডিও রেকর্ড করার অধিকারও, যা তথ্যপ্রমাণের বিষয়টিকে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিতে চলেছে।

সাংবাদিকদের পাশাপামি মেক্সিকোর গণমাধ্যম সংস্থা ও একাধিক স্বেচ্ছাসেবক সংস্থা এ আইনের তীব্র বিরোধিতা করে জানিয়েছে, এটি মেক্সিকোর গণমাধ্যমের স্বাধীনতার ওপর কুৎসিত ও অনগ্রসর হস্তক্ষেপ। এ আইনের সপক্ষে সিনালোয়ার প্রাদেশিক প্রশাসন যে যুক্তি দিয়েছে তা গণমাধ্যম কর্মীদের কাছে বিচিত্র ঠেকেছে। জানানো হয়েছে, অপরাধপ্রবণতা ঠেকানোর স্বার্থে শুধুমাত্র পুলিশের কাছেই অপরাধমূলক কর্মকাণ্ডের ভিডিও অডিও ও ছবি থাকতে পারবে। এগুলো ব্যতীত গণমাধ্যমের অন্য কোন কাজে বাধা দেয়া হবে না।

জানা গেছে, প্রদেশের গভর্নর মারিও লোপেজ ভালদেজ এ আইনটি প্রস্তাব করেন এবং বুধবার রাতে বেনামে এটিকে পাস করানো হয়।



মন্তব্য চালু নেই