দিনের কোন ভাগে জুতা কিনবেন

বাজারে যাচ্ছেন পছন্দ মতো ডিজাইনের এবং পছন্দের ব্র্যান্ডের জুতা কিনবেন বলে। কিন্তু দিনের কোনভাগে জুতা কিনতে যাবেন এমন প্রশ্ন আপনার কাছে অপ্রাসঙ্গিক মনে হতে পারে। বাস্তবে তা নয়। জুতা কেনার ক্ষেত্রে সময়টাও গুরুত্বপূর্ণ।

ছুটির দিন বলে সকাল সকাল বাজারে গিয়ে অন্যসব কেনাকাটার সাথে জুতাটাও কিনে আনতে চাইছেন। তাতে দিনের বাকি সময়টা হাতে থাকে আর ভিড় ঢেলে কেনাকাটা ঝক্কিও সামলাতে হয় না। সকালবেলা এই সুবিধাগুলো হয়ত পাব্নে। কিন্তু নতুন জুতাটা পরে বিকেলে ঘুরতে বের হয়ে যদি দেখেন পায়ে ঢুকাতে কষ্ট হচ্ছে! সকালে তো ঠিকই ছিল এখন এমন কেন হচ্ছে তা নিয়ে ধন্দে পড়ে যাবেন। এমনটা হওয়া কিন্তু খুবই স্বাভাবিক।

বিকেলের দিকে মানুষের পা একটু ফুলে যায়। এটা শারীরবৃত্তীয় কারণেই হয়। তাহলে বুঝুন সকালবেলার ফিটিং জুতাটি কেন বিকেলে টাইট ফিটিং হয়ে যাচ্ছে!

তাই জুতা কেনার উপযুক্ত সময় বিকেল অথবা সন্ধ্যা। এখন থেকে সকালে সুন্দর ফিটিং জুতা কিনে বিকেলে ধরা খাওয়ার মতো বোকামি করবেন না নিশ্চয়ই!



মন্তব্য চালু নেই