মার্কিন হামলার পর আইএসের বিস্তার হয়েছে

মার্কিন টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, ইসলামিক স্টেটের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলা শুরু হওয়ার পর ইরাক এবং সিরিয়ায় নতুন নতুন এলাকা দখল করে নিয়েছে জঙ্গি গোষ্ঠী । এছাড়া দলটিতে নিয়োগদানের সংখ্যাও অনেক বেড়েছে।

গত বছরের সেপ্টেম্বর থেকে ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট সংক্ষেপে আইএসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাতে শুরু করেছে মার্কিন নেতৃত্বাধীন জোট।

‘এই হামলা থেকে কতটা সুফল পাচ্ছেন তিনি?’ এ প্রশ্নের জবাবে সিবিএস টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে আসাদ বলেছেন,‘কখনো কখনো আপনি স্থানীয়ভাবে কিছুটা লাভবান হতে পারেন। কিন্তু সাধানরণভাবে আপনি যদি আইএসের প্রসঙ্গ তোলেন তবে আমি বলবো, মার্কিন হামলা শুরু হওয়ার পর থেকে আইএসের বিস্তৃতি ঘটেছে।’

২০১১ সাল থেকে ইসলামিক এবং অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট আসাদ।

রোববার প্রচারিত ওই সাক্ষাৎকারে তিনি আরো বলেন, গত এক মাসে ১ হাজার নতুন যোদ্ধাকে নিয়োগ দিয়েছে আইএস। ‘৬০ মিনিটস’ নামের ওই অনুষ্ঠানে আসাদ বলেছেন,‘ইরাক. লিবিয়া এবং অন্যান্য দেশে এই জঙ্গি গোষ্ঠীটির বিস্তার ঘটেছে। আল কায়দা অনুমোদিত সংগঠনগুলোও আইএসের সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে। এখন এই হচ্ছে পরিস্থিতি।’

আসাদকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে সিরিয়া গৃহযুদ্ধের সমাধান খুঁজে বের করতে চাইছে ওয়াশিংটন। তবে বর্তমানে তারা সিরিয়ার জঙ্গি গোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াই করাকেই প্রাধান্য দিচ্ছে।

সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রে ওই দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রেসিডেন্ট আসাদ । ক্ষমতা থেকে সরে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন,‘যখন জনগণ আমাকে সমর্থন করবে না, যখন আমি সিরিয়ার স্বার্থ এবং মূল্যবোধের প্রতিনিধিত্ব করব না কেবল তখনই।’

তিনি কীভাবে নিজের জনসমর্থন সম্পর্কে এতটা নিশ্চিত হলেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন,‘আমি এ বিষয়ে নিশ্চিত নই। তবে আমি এটি অনুভব করতে পারি। কারণ ওদের(সিরিয়ার জনগণ) সঙ্গে আমার যোগাযোগ আছে।’



মন্তব্য চালু নেই