মার্কিন যাত্রীবাহী বিমানে বোমাতঙ্ক

বোমাতঙ্কে ভুগছে মার্কিন যুক্তরাষ্ট্র। ২৪ জানুয়ারি আটলান্টায় দু’টি বিমানে তল্লাশি চালিয়েছে বিশেষজ্ঞ দল। বিশ্বস্ত সূত্রে খবর এসেছিল, বিমান দুটিতে বিস্ফোরক থাকতে পারে। আটলান্টা বিমানবন্দরের কর্মকর্তা রেসে ম্যাকক্রেনি জানান, বিমান দুটি পোর্টল্যান্ড ও মিলাওকে থেকে এসেছিল। বন্দরে অবতরণের পরপরই বিমান দুটো দ্রুত যাত্রীশূন্য করে দেয়া হয়। বিশেষজ্ঞ দল ঘণ্টাব্যাপী তল্লাশি চালায়, যদিও শেষতক মেলেনি কিছুই।

দিনের শেষে নিজস্ব টুইট বার্তায় ম্যাকক্রেনি কোন বিস্ফোরক না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। একইসঙ্গে পর্যাপ্ত ধৈর্যধারণ ও সহযোগিতার জন্যে সবাইকে ধন্যবাদ জানান। জানা যায়, বিস্ফোরক থাকতে পারে এ খবর পাওয়া মাত্রই দুটি ফাইটার জেট বিমান বিমানগুলোর নিকটবর্তী হয়ে টহল দিতে থাকে এবং নিরাপদে আটলান্টার হার্টসফিল্ড-জ্যাকসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণে সহায়তা করে।



মন্তব্য চালু নেই