মসজিদে মসজিদে সিসিটিভি বসাবে সৌদি আরব

রাজ্যজুড়ে মসজিদে মসজিদে সিসিটিভি (ক্লোজড সার্কিট টেলিভিশন) ক্যামেরা সংযুক্ত করার ঘোষণা দিয়েছে সৌদি আরব।

মসিজদে হামলা ঠেকাতে এবং হামলাকারীদের শনাক্ত করতে এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

স্থানীয় গণমাধ্যম আল আরাবিয়ার সূত্রে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।

পূর্বাঞ্চলীয় শহর দাম্মামে একটি শিয়া মসজিদে শুক্রবার দুপুরের নামাজের সময় আত্মঘাতী হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এই ঘোষণা এলো।

সিসিটিভি ছাড়াও মসজিদগুলোয় নিরাপত্তাকর্মী নিয়োগের ঘোষণাও দিয়েছে সৌদি প্রশাসন।

প্রসঙ্গত, দাম্মামে আত্মঘাতী বোমা হামলায় হামলাকারীসহ অন্তত চারজন নিহত হয়েছেন।

হামলার কিছুক্ষণ পরই এর দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে চরমপন্থী সশস্ত্র সুন্নি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

আগের শুক্রবার (২২ মে) সৌদি আরবের কাতিফ প্রদেশে একটি শিয়া মসজিদে আইএস বোমা হামলা করেছিল। ওই হামলায় সাপ্তাহিক প্রার্থনায় অংশ নেওয়া অন্তত ২১ শিয়া মুসলিম নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন অন্তত আরও ১০১ জন।



মন্তব্য চালু নেই