মাইকেল জ্যাকসনের সেই বাড়িটির দাম ১০০ মিলিয়ন ডলার !

একটি বাড়ির দাম ১০০ মিলিয়ন ডলার! আপতত অবাক হওয়ার প্রয়োজন নেই। কারণ বাড়িটি প্রয়াত পপ তারকা মাইকেল জ্যাকসনের। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ২৭ শ’ একর জায়গার ওপর নির্মিত এ বাড়ি ‘নেভারল্যান্ড’ নিয়ে অনেক আলোচনা-সমালোচনা রয়েছে।

২০০৫ সালে শিশু লাঞ্ছনার দায়ে যখন জ্যাকসন আইনি লড়াই চালিয়েছে তখন সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছিল ‘নেভারল্যান্ডঃ স্বর্গ নাকি ফাঁদ?’ সেই নেভারল্যান্ডের দাম অঙ্গরাজ্যের বিধান অনুযায়ী ৩০ মিলিয়নের মতো হলেও বাজার যেন সবকিছু ছাড়িয়ে যাচ্ছে। সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, এত কিছুর পরেও বাজারে দাম উঠেছে ১০০ মিলিয়ন ডলার।

১৯৮৮ সালে মাইকেল জ্যাকসন ১৯.৫ ডলারে বাড়িটি কিনেছিলেন গলফ মালিক উইলিয়াম বনের কাছ থেকে। বাড়িটির সংস্কার ও নতুন নকশার খরচ হয়েছিল আরও ১৫ মিলিয়ন ডলারের মতো। ১২০০০ বর্গফুটের মূল বাড়িটিতে কক্ষ আছে ৬টি। বাড়ির সীমানায় রয়েছে আরও ২০টি ভবন।



মন্তব্য চালু নেই