মমতার বেতন বাড়ল তিনগুন

ভারতে সরকারি কর্মচারীদের বেতন না বাড়ালেও মন্ত্রী-বিধায়কদের বেতন বাড়িয়েছে রাজ্য সরকার। সেই হিসেবে বেতন বেড়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর। এক লাফে তাঁর বেতন বেড়েছে প্রায় সাড়ে ১৮ হাজার টাকা।

শুক্রবার বিধানসভায় পাশ হয় বিধায়ক-মন্ত্রীদের বেতন সংক্রান্ত এক বিল। ওই বিল পাশ হওয়ার পর মুখ্যমন্ত্রীর বেতন বেড়ে দাড়িয়েছে ২৭ হাজার এক টাকা। এর আগে মমতা ব্যানার্জী বেতন পেতেন ৮ হাজার পাঁচ’শ টাকা। তবে কোনো দিন এই মুখ্যমন্ত্রী বেতন নেননি।

আগে দেশটির মন্ত্রীদের বেতন ছিল ৭ হাজার তিন’শ টাকা। এবার মন্ত্রীদের বেতন বেড়ে দাড়ালো ২১ হাজার ন’শো টাকা। বিধায়কদের বেতন ছিল ১২ হাজার পাঁচ’শ টাকা। এখন বেতন দাড়িয়েছে ১৭ হাজার পাঁচ’শ টাকায়। আগামী ১ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই