দিল্লির পানিমন্ত্রীকে বরখাস্ত করলেন কেজরিওয়াল

দিল্লির মূখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তার মন্ত্রীসভার পানিমন্ত্রী কপিল মিশ্রকে বরখাস্ত করেছেন। এ নিয়ে আম আদমি পার্টির চতুর্থ মন্ত্রী বরখাস্ত হলেন। কপিল মিশ্রর স্থানে কৈলাস গেহলটকে নিয়োগ দেওয়া হয়েছে।

এনডিটিভি জানায়, গত শনিবার সন্ধ্যায় উপ-মূখ্যমন্ত্রী মনীষ শিশোদিয়া ঘোষণা দেন যে শহরের পানি সরবরাহ ব্যবস্থাপনায় ব্যর্থতার জন্য কপিলকে বরখাস্ত করা হয়েছে। এ ঘোষণার পর কপিল টুইটারে জানান, আগামীকাল (রোববার) পানি ট্যাঙ্কার কেলেঙ্কারি নিয়ে ব্যপক তথ্য ফাঁস হবে এবং তা জনগণকে জানানো হবে।

কপিল জানান, পানি কেলেঙ্কারির সঙ্গে জড়িত বড় বড় মানুষের নাম তিনি সবার সামনে ফাঁস করবেন। মনীষ জানান, পানি ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য কোনও উন্নতি দেখা যাচ্ছে না। আমাদের কাছে অভিযোগ আছে যে শহরবাসীর সবাই পানি পাচ্ছে না।

গত বছর সাবেক মূখ্যমন্ত্রী শীলা দিক্ষিতের বিরুদ্ধে কৃত্রিম পানি সংকট তৈরির অভিযোগ করা হয়েছিলো। ৪০০ কোটি রূপির এই কেলেঙ্কারির জন্য আম আদমি পার্টির সরকারকে দায়ী করা হয় এবং তা অনুসন্ধান করে তদন্ত বিভাগ।



মন্তব্য চালু নেই