সব মার্কিন সেনাই নারী সহকর্মীর নগ্ন ছবি ছড়ান

শুধু নৌবাহিনী নয়, আমেরিকার প্রতিরক্ষা বিভাগের সব বাহিনীর সদস্যরা নারী সহকর্মীদের নগ্ন ছবি অনলাইনে শেয়ার করেন। বর্তমানে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা তো বটেই, সাবেক সেনা সদস্যরাও ফেসবুকে নারী সহকর্মীদের নগ্ন ছবি শেয়ার করেন।

সম্প্রতি প্রকাশিত মার্কিন নৌ-বাহিনীর তদন্ত প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করেছে।

নারী সহকর্মীদের নগ্ন ছবি শেয়ার করতে পুরুষ সেনাসদস্যরা বেনামে ছবি জমা করার ওয়েবসাইট ‘অ্যানন-আইবি’তে একটি ম্যাসেজ বোর্ড ব্যবহার করে। বেশিরভাগ ক্ষেত্রে তারা প্রথমে নারী সেনা সদস্যদের অনলাইন পাতা থেকে ছবি নিয়ে ম্যাসেজ বোর্ডে পোস্ট করে এবং অন্যদের জিজ্ঞাসা করে, তাদের কাছে ওই নারী সেনার কোনো নগ্ন ছবি আছে কিনা। তাদের ভাষায় যেটা ‘উইনস’।

তারপর অন্যরা ছবি পোস্ট করে। কখনও কখনও নারী সেনাদের ছবির পাশাপাশি তাদের নাম, কোথায় দায়িত্বরত এবং অন্যান্য বিস্তারিত তথ্যও দেয়া হয়। এ কাণ্ড জানাজানি হয়ে যাওয়ার পর ফেসবুকে ‘মেরিন ইউনাইটেড’ নামে প্রায় ৩০ হাজার সদস্যের একটি গ্রুপের কার্যক্রম সম্প্রতি বন্ধ করে দেয়া হয়েছে।

মার্কিন নৌবাহিনীর প্রধান জেনারেল রবার্ট নেলার বলেছেন, এ ঘটনায় ভীষণ বিব্রত বোধ করছি। আমার বিশ্বাস একজন সত্যিকারের বীর বা যোদ্ধা এ ধরনের আচরণ করতে পারেন না।



মন্তব্য চালু নেই