ভারতে কৃষকদের বিক্ষোভে লরি চাপায় নিহত ২০

ভারতের অন্ধ্র প্রদেশে একদল কৃষকের বিক্ষোভে লরি ঢুকে পড়ার ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। ছিত্তুর এলাকায় একটি পুলিশ স্টেশনের বাইরে অবৈধ বালু খননের বিরুদ্ধে বিক্ষোভ করছিলেন কৃষকরা। এ সময় লরিটি সেখানে ঢুকে পড়ে।

পুলিশ জানায়, ট্রাক চালক খুব সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে বিক্ষোভে ঢুকে পড়ে। তবে স্থানীয়রা বিবিসিকে জানায়, চালক ইচ্ছা করেই মানুষের ভিড়ে ট্রাক চালিয়ে দিয়েছে। রাজ্য কর্মকর্তারা ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে এগিয়ে আসা লরিটি প্রথমে একটি গাড়ির সঙ্গে ধাক্কা খাওয়ার পর একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এরপরই লরিটি বিক্ষোভকারী কৃষকদের ভিড়ে ঢুকে পড়ে। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। গাড়ির চালকও আহত হয়ে হাসপাতালে আছেন। আহতদের ১০ জনের অবস্থা গুরুতর।

অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এ ঘটনায় নিহতদের পরিবারের জন্য ৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।



মন্তব্য চালু নেই