মনোনয়নপত্র জমা দিলেন মিন্টু
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আওয়াল মিন্টু মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তার পক্ষে ছেলে তাফসির এম আওয়াল রবিবার দুপুর আড়াইটার দিকে আগাঁরগাওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে অবস্থিত ঢাকা উত্তরের অস্থায়ী রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ মনোনয়নপত্র জমা দেন।
এ সময় তাফসির এম আওয়াল বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখার দায়িত্ব ইসির। আমরা এ কথাটি নির্বাচন কমিশনকে জানিয়েছে। তাদের উচিত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করা। সবাই যেন সমানভাবে নির্বাচনী কার্যক্রম চালাতে পারে সেদিকে তাদের লক্ষ্য রাখতে হবে।’
‘কেউ আদালতে মামলার পেছনে দৌড়াচ্ছে, আবার কেউ নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। আসলে সবার জন্য সমান পরিবেশ থাকা উচিত’ যোগ করেন তিনি।
লেভেল প্লেয়িং ফিল্ড না থাকলে আপনারা নির্বাচন থেকে ফিরে যাবেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’
আপনাদের পক্ষ থেকে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কোনো দাবি রয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘ইসি পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবে। আমাদের পক্ষ থেকে এমন কোনো দাবি এখনও জানানো হয়নি।’
ভাই তাবিত আওয়ালের মনোনয়নপত্র নেওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। যিনি মনোনয়নপত্র নিয়েছেন তিনিই বলতে পারবেন।’
মন্তব্য চালু নেই