ভারতে রেস্তোরাঁয় বিস্ফোরণে নিহত ১০৪

ভারতের মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলায় একটি রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১০৪ জনে দাঁড়িয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনায় আহত হয়েছে আরও অনেকেই।

স্থানীয় গণমাধ্যম সিনিয়র পুলিশ কর্মকর্তা সীমা আলাভার বরাত দিয়ে জানায়, ভারতের মধ্যপ্রদেশের জাবুয়া জেলায় ওই রেস্তোরাঁয় স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় সেখানে অনেক অফিস কর্মী ও স্কুল শিক্ষার্থীরা নাস্তা করছিল।

ঘটনাস্থল থেকে ঝাবুয়ার অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট আলাভা বলেন, এখন পর্যন্ত ১০৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে। ধ্বংসস্তুপের ভেতর থেকে আটকে পড়াদের খুঁজে বের করতে সেখানে জোরদার উদ্ধার প্রচেষ্টা চালানো হচ্ছে।

তিনি বলেন, রেস্তোরাঁটি ঘন জনবসতি এলাকায় অবস্থিত হওয়ায় সেখানে অনেক লোক নাস্তা করতে আসে। এ কারণেই হতাহতের সংখ্যা এত বেশি হয়েছে।

তিনি আরও জানান, এ মর্মান্তিক দুর্ঘটনায় আহত অর্ধশতাধিক লোককে পার্শ্ববর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আলাভা জানান, এ বিস্ফোরণের প্রচণ্ডতা এতো বেশি ছিল যে, এতে পার্শ্ববর্তী একটি ভবন ধসে পড়ে এবং অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।



মন্তব্য চালু নেই