ঈদের আগেই কাওড়াকান্দি-শিমুলিয়ায় ফেরি চালু হবে : নৌমন্ত্রী

ঈদের আগেই কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে ফেরি চালু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নৌমন্ত্রী শাজাহান খান।

মাদারীপুর নতুন শহরে প্রত্যাশা প্রাইভেট হাসপাতালের উদ্বোধন শেষে শনিবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নৌমন্ত্রী এ কথা বলেন।

নৌমন্ত্রী শাজাহান খান বলেন, ‘পদ্মার পানি বৃদ্ধির কারণে নদীর আশপাশে ভাঙন দেখা দিয়েছে। এ ছাড়া নদীতে স্রোতের কারণে ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে। চায়না কোম্পানির ড্রেজার দিয়ে খনন কাজ শেষ হলে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুট চালু হবে।’

তিনি বলেন, ‘বিকল্প নৌরুট হিসেবে শরীয়তপুরের পালেরচর মঙ্গলমাঝি নৌরুট দিয়ে শিমুলিয়া ঘাটে পরীক্ষামূলক হিসেবে ২টি ফেরি চলাচল করছে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, সিভিল সার্জন দিলীপ কুমার দাস, সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান হাওলাদার প্রমুখ।

পদ্মায় ড্রেজিংয়ের কারণে পূর্বঘোষণা দিয়ে ১১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। প্রায় এক মাস ধরে এই রুটে চলাচল বিঘ্নিত হচ্ছে। এ সময় ছোট ৩টি ফেরির দিয়ে যানবাহন পারাপার করা হয়েছে। কিন্তু বর্তমানে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রয়েছে কাওড়কান্দি-শিমুলিয়া নৌরুটে।



মন্তব্য চালু নেই