বুরকিনি নিয়ে মুখ খুললেন কানাডার প্রধানমন্ত্রী

ফ্রান্সের মুসলমান নারীদের সাতারের পোষাক বুরকিনি নিয়ে এবার মুখ খুললেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বুরকিনি ইস্যুতে সমর্থন জানিয়ে বলেছেন, সাংস্কৃতিক বৈচিত্রে নজরদারি ও অসহিষ্ণুতা অবলম্বন না করে ব্যক্তি স্বাধীনতা ও অধিকারের প্রতি সম্মান জানানো উচিৎ।
সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সম্পতি ফ্রান্সের অবকাশযাপন কেন্দ্র নিসসহ ১৫ টি শহরে বুরকিনির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। গত ১৪ জুলাই নিসে সন্ত্রাসী হামলার উল্লেখ করে জনশৃঙ্খলা বজায়ের কথা বলে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর পরিপ্রেক্ষিতে কানাডার কুইবেকের কয়েকজন আইনপ্রণেতা সেখানে বুরকিনির ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি তোলেন।
ট্রুডো তার দেশে বুরকিনির ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব বাতিল করে দিয়ে বলেন, কানাডার সব ধরণের বিতর্কের উর্ধ্বে থাকা উচিৎ। কানাডায় আমরা কী গ্রহণযোগ্যতা, অকপটতা, বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়া নিয়ে কথা বলতে পারি? আমরা যা করতে যাচ্ছি এবং আমাদের প্রতিদিনের বৈচিত্রপূর্ণ ও সমৃদ্ধ সমাজে যা করছি এটা তা-ই।
ব্যক্তির অধিকার ও পছন্দের প্রতি শ্রদ্ধার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এটা গণআলোচনা ও বিতর্কের উর্ধ্বে থাকা উচিৎ।’



মন্তব্য চালু নেই