বিএনপির প্রতি সদয়, আমাদের প্রতি নির্দয় ইসি
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, ‘পৌরসভা নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) বিএনপির প্রতি অতি সদয় হয়ে আমাদের প্রতি নির্দয় আচরণ করছে।’
বৃহস্পতিবার দুপুর ২টার হানিফের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে। এসময় বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের প্রার্থী ও নেতাকর্মীদের হয়রানির প্রতিকার চেয়ে সিইসির সঙ্গে প্রতিনিধি দলের কথা হয়।
সাক্ষাৎ শেষে বের হয়ে সাংবাদিকদের সামনে হানিফ এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিভিন্ন জায়গায় আমাদের প্রার্থী ও নেতাকর্মীরা আচরণবিধি ভঙ্গ করছে এমন অভিযোগ এনে তাদের হয়রানি করা হচ্ছে। অনেক জায়গায় বিএনপির প্রার্থিরা মোটরসাইকেল নিয়ে শোডাউন করলেও আমাদের ওপর এসব দোষ চাপানো হচ্ছে। ফলে, আইনশৃঙ্খলা বাহিনী ও রির্টানিং অফিসাররা আমাদের প্রার্থী ও নেতাকর্মীদের হয়রানি করছে। এটা নিরপেক্ষ আচরণ নয়। কমিশনের কাছ থেকে আমরা সম-আচরণ পাচ্ছি না।’
মন্তব্য চালু নেই