বালিয়াকান্দি চন্দনা নদীতে রুই জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে রাজস্ব খাতের আওতায় বৃহস্পতিবার দুপুরে চন্দনা নদী ও বিভিন্ন প্রতিষ্ঠানিক জলাশয়ে রুই জাতীয় মাছের পোনা অবমুক্তরণ করা হয়েছে।
প্রধান অতিথি হিসাবে মাছের পোনা অবমুক্ত করেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা রতন দত্ত, ঢাকা বিভাগের সহকারী পরিচালক এস,এম রেজাউল করিম, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা খায়রুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা রবিউল হক, জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু, জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাসসহ আওয়ামীলীগের নেতাকর্মী, সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চন্দনা নদীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের জলাশয়ে ৬২০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
মন্তব্য চালু নেই