বালিয়াকান্দিতে স্লুইচ গেইট নির্মান কাজ শেষের আগেই ধ্বস
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামে চন্দনা নদীর মাথায় খালে স্লুইচ গেট নির্মান কাজ শেষের আগেই ধ্বসে গেছে।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সুত্রেজানাগেছে, উপজেলার নবাবপুর ইউনিয়নের কঠুরাকান্দি চন্দনা নদীর শাখা খালে ৯৯ লক্ষ ৩৯ হাজার ৪শত ৫০ টাকা ব্যায়ে জাইকার অর্থায়নে কাজ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স জীবন কুন্ডু। তবে স্লুইচগেট নির্মানের কাজটি করে নবাবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী কামরুল ইসলাম লাভলু।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, কাজের শুরুতেই ঠিকাদারী প্রতিষ্ঠান নিম্নমানের নির্মান সামগ্রী ব্যবহার করে আসছিল। বিষয়টি ঠিকাদারকে ভালো করে কাজ করতে বললেও ক্ষমতা দেখিয়ে তার ইচ্ছামত কাজ করতে থাকে। তদারকি কর্তৃপক্ষ এলজিইডি রহস্যজনক কারণে নিরব থাকে। নিম্নমানের কাজ হওয়ায় কাজ শেষ না হতেই স্লুইচ গেটের পাশ ধ্বসে গেছে।
উপজেলা প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, নির্মান কাজের মেয়াদ শেষ হয়েছে। তবে ফাইনাল বিল এখনও প্রদান করা হয়নি। স্লুইচগেট ধ্বসের বিষয়টি আমি অবগত আছি। নির্মান কাজ সম্পন্ন করার পর বিল প্রদান করা হবে।
মন্তব্য চালু নেই