রাজবাড়ীর কিছু খবর :

বালিয়াকান্দিতে স্যানিটারী ইন্সপেক্টরের মাসোহারা গ্রহনের অভিযোগ ॥ ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তালেবুর রহমানের বিরুদ্ধে ব্যবসায়ীদের ভয় দেখিয়ে মাসোহারা গ্রহনের অভিযোগ উঠেছে। এতে ব্যবসায়ীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ব্যবসায়ীদের সাথে আলাপকালে জানাগেছে, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তালেবুর রহমান যোগদানের পর থেকে উপজেলার নারুয়া, বালিয়াকান্দি, জঙ্গল, ইসলামপুর, নবাবপুর, বহরপুর, জামালপুর ৭টি ইউনিয়নের হাট-বাজার গুলোতে গিয়ে মিষ্টি ব্যবসায়ী, হোটেল ব্যবসায়ীদের কাছ থেকে তার নিয়োগকৃত দালাল সমির দে,র মাধ্যমে মাসোহারা আদায় করে আসছে।

কোন ব্যবসায়ী মাসোহারা দিতে অস্বীকৃতি জানালে সেসকল দোকানে গিয়ে মামলার ভয় দেখায়। বিনা প্রতিবন্ধকতায় ব্যবসা পরিচালনার জন্য বাধ্য হয়েই ব্যবসায়ীদেরকে মাসোহারা দিতে হচ্ছে। এতে ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিভিন্ন অনুষ্ঠান, মেলায় কোন দোকান বসালে সেখানে হাজির হয়ে তার বখড়া আদায় করে। এছাড়াও স্যানিটারী ইন্সপেক্টর তালেবুর রহমানের বিরুদ্ধে ইতিপুর্বে মৃত্যু সনদ বাণিজ্যের গুরুতর অভিযোগ উঠলেও কর্তৃপক্ষ রহস্যজনক কারনে নিরব ভুমিকা পালন করে। ব্যবসায়ীরা অভিযোগটি খতিয়ে দেখে স্যানিটারী ইন্সপেক্টরের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।

 

বালিয়াকান্দিতে জমি নিয়ে বিরোধে ৩ মহিলাকে মারপিট
রাজবাড়ীর বালিয়াকান্দি ইউনিয়নের পাইককান্দি গ্রামে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এওয়াজ বন্টন জমি নিয়ে বিরোধে বাড়ীতে হামলা চালিয়ে ৩ মহিলাকে মারপিট করেছে। আহতদেরকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, বালিয়াকান্দি ইউনিয়নের পাইককান্দি গ্রামের চাঁদ আলীর স্ত্রী হাজি লাইলী বেগম (৫৪), ইউসুফ আলীর স্ত্রী কুলছুম বেগম (৫০), লিয়াকত আলীর স্ত্রী রাহেলা বেগম (৫২)।
হাসপাতালে চিকিৎসাধীন হাজি লাইলী বেগম জানান, ২০ বছর পুর্বের এওয়াজকৃত ৮শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ পাইককান্দি গ্রামের মন্টু খন্দকারের ছেলে খন্দকার লিয়াকত আলীর সাথে সাহেব আলী খন্দকারের ছেলে টিপু খন্দকারের বিরোধ চলে আসছিল।

এওয়াকৃত জমির বিষয়টি টিপু খন্দকার মেনে না নিয়ে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে খন্দকার লিয়াকত আলীর বাড়ীতে গোলাপ খা, আবুল খা, আযম খা, টিপু খন্দকার, মন্টু খন্দকার, সান্টু খন্দকার মিলে বিরোধপুর্ন জমি দখলের চেষ্টা চালায়। এসময় বাড়ীর পুরুষরা মাঠে চলে যাওয়ায় মহিলারা বাধা দিলে হামলা চালিয়ে আহত করে।

 

বালিয়াকান্দিতে ২দিনব্যাপী দোলযাত্রা ও ধর্ম সভা অনুষ্ঠিত
মৎ গুরু শ্রীমত স্বামী বিরজা প্রকাশ আরণ্য মহারাজের ৪র্থ তম জন্ম উৎসব বাসন্তী পূর্নিমা পূর্বফাল্গুনী নক্ষত্র দোলযাত্রা এবং শ্রী চৈতন্য দেবের জন্মদিবস উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পুষআমলা বিরজা কুঠীর সাংখ্য যোগাশ্রমে দুইদিন ব্যাপী ধর্ম সভা অনুষ্ঠিত হয়েছে।

পরিব্রাজক স্বামী ভবানন্দ প্রকাশ জানান, গত ৪ মার্চ অধিবাস ও গুরু কর্ম, ৫মার্চ সকালে প্রভাত ফেরী, কুমারী পুজা, দেবযঞ্জ অঞ্জলী প্রদান ও প্রসাদ বিতরন, পরিতোষ বিশ্বাসের সঞ্চালনায় সংখ্যা যোগ সম্পর্কে আলোচনা করেন, বিমল কৃষ্ণ বিশ্বাস, ক্ষিতিশ চন্দ্র বিশ্বাস, শ্রীমৎ জ্ঞান প্রকাশ অরণ্য, ডাঃ নরেন্দ্র নাথ বসাক। সন্ধ্যায় মথুয়া সম্প্রদায়ের আনন্দ কির্ত্তন, রাতে লীলা কির্ত্তন অনুষ্ঠিত হয়। শত শত ভক্তরা ধর্ম আলোচনায় অংশ গ্রহন করেন।



মন্তব্য চালু নেই