বালিয়াকান্দিতে সেনাবাহিনীর উদ্যোগে শস্যহানীর ক্ষতিপুরণ প্রদান

বাংলাদেশ সেনাবাহিনী যশোর সেনানিবাসের তত্বাবধায়নে ৪ সিগন্যালের শীতকালীন প্রশিক্ষণ ২০১৪-১৫ শেষে রবিবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের গাড়াকোলা গ্রামে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে শস্যহানীর ক্ষতিপুরণ প্রদান করা হয়েছে।

প্রশিক্ষনে ক্ষতিগ্রস্থ আবাদী জমির মালিকগণের হাতে ক্ষতিপুরনের অর্থ প্রদান করেন, ৪ সিগন্যাল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইকরাম আহম্মদ ভুঁইয়া, পিএসসি, সিগন্যালস।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে সরেজমিন পর্যক্ষেণ করে ক্ষতিপুরণ নির্ধারন করা হয়। শস্যহানী ক্ষতিপুরন অনুষ্ঠানে ১১জন জমির মালিককে ক্ষতিপুরন প্রদান করা হয়।Bk-01

৪ সিগন্যাল ব্যাটালিয়ন অধিনায়ক এলাকার দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরন, স্থানীয় মসজিদ উন্নয়নে সহযোগিতা ছাড়াও সামাজিক ও উন্নয়নমুলক কার্যক্রম পরিচালনা করেন।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইকরাম আহম্মদ ভুঁইয়া, পিএসসি, সিগন্যালস বলেন, এ এলাকার মানুষ খুবই ভালো। তারা সবার সাথে সৌহাদ্যপুর্ন ব্যবহার করেছেন। প্রশিক্ষনে আগত সেনাবাহিনীকে সহযোগিতা করায় তাদেরকে ধন্যবাদ জানান।



মন্তব্য চালু নেই