বালিয়াকান্দিতে লোকমান মৎস্য খামারে বিষ প্রয়োগে ৪জনের বিরুদ্ধে মামলা ॥ গ্রেফতার-২
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাবুলতলা গ্রামে রবিবার ভোররাতে লোকমান মৎস্য খামারের বিষ প্রয়োগ করে দুবৃত্তরা। এতে খামারের প্রায় ৫ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির মাছের ক্ষতি সাধন হয়।
এব্যাপারে ফরিদ আহম্মেদ বাদী হয়ে বালিয়াকান্দি থানায় সোমবার ৪জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেছে। বালিয়াকান্দি থানার মামলা নং-৭, তারিখঃ-২৫/৫/১৫ইং। ধারাঃ পেনাল কোর্ট মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(॥) বিষ প্রয়োগ। আসামীরা হলেন, উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের তোমছেল সরদারের ছেলে শাহজাহান সরদার (৩২), সমসপুর গ্রামের ওমর আলীর কাজীর ছেলে নাছির কাজী (২৬), মৃত কেনো সেখের ছেলে বিল্লাল সেখ (৩৫), আতর আলীর ছেলে মসলেম সেখ (২৫)। থানার এস,আই জাহিদুল ইসলাম অভিযান চালিয়ে মামলার ২ আসামী শাহজাহান সরদার ও নাছির কাজীকে গ্রেফতার করে রাজবাড়ী আদালতে প্রেরন করেছে।
লোকমান মৎস্য খামারের সত্বাধিকারী মোঃ আরিফ হোসেন জানান, উপজেলার বহরপুর ইউনিয়নের বাবুলতলা গ্রামে দীর্ঘদিন যাবৎ প্রায় ৩ একর জলাশয়ে মৎস্য চাষ করে। ইতিপুর্বে উপজেলার শ্রেষ্ঠ মৎস্য খামারী হিসেবেও নির্বাচিত হয়েছিলাম।
রবিবার ভোর রাতে পূর্ব শত্রুতার জের ধরে আমার পুকুরে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির ছোট বড় ৭০ মন মাছের পোনার ক্ষতি হয়েছে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
খবর পেয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা খায়রুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা রবিউল হকসহ দপ্তরের কর্মকর্তাগণ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুরটি পরিদর্শন করে।
মন্তব্য চালু নেই