বালিয়াকান্দিতে পল্লী বিদ্যুতের শুভ গ্রাম বিদ্যুতায়ন উদ্বোধন

রাজবাড়ীর বালিয়াকান্দি ইউনিয়নের বকচর স্লুইচগেটে মঙ্গলবার সকালে পল্লী বিদ্যুত সমিতির আয়োজনে শুভ গ্রাম বিদ্যুতায়নের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।

পল্লী বিদ্যুত সমিতির এলাকা ব্যবস্থাপক একেএম আতাউর রহমান বাবরের সভাপতিত্বে ও সনজিত কুমার রায়ের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, পল্লী বিদ্যুত সমিতির এজিএম বিশুদ্রানন্দ পুরা ব্রাক্ষ্মন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ইদ্রিস আলী ফকির, জাফর আলী মিয়া, অঞ্জন কুমার, রঘুনন্দন সিকদার প্রমুখ। পরে আনুষ্ঠানিক ভাবে স্লুইচ টিপে উদ্বোধন করা হয়।



মন্তব্য চালু নেই