বালিয়াকান্দিতে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু
বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের গাড়াকোলা গ্রামে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ৪বছর বয়সী এক শিশুর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মঙ্গলবার সকালে তার দাফন করা হয়েছে। নিহত শিশুর নাম আরমান (৪)। তার পিতার নাম ওয়াহিদুজ্জামান। বাড়ী উপজেলার নারুয়া ইউনিয়নের গাড়াকোলা গ্রামে।
জানাগেছে, উপজেলার নারুয়া ইউনিয়নের গাড়াকোলা গ্রামের ওয়াহিদুজ্জামানের ছেলে আরমান (৪) গত শনিবার সকালে খেজুরের রস খেয়ে অসুস্থ হয়ে পড়লে প্রথমে বালিয়াকান্দি ও পরে ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অব্স্থায় তার অবস্থার অবনতি হলে সোমবার সন্ধ্যায় ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। তাকে মঙ্গলবার সকালে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। একমাস পুর্বে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভাতশালা গ্রামে খেজুরের রস খেয়ে একই পরিবারের ৫জন অসুস্থ হয়। তাদেরকে রাজবাড়ী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাবিল মল্লিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
উল্লেখ্য, বালিয়াকান্দিতে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে কয়েকবছর পুর্বে ৪জনের মৃত্যুর ঘটনা ঘটে।
স্থানীয় স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা খেজুরের কাচা রস খাওয়া থেকে জনসাধারণকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন।
।
মন্তব্য চালু নেই