বালিয়াকান্দিতে নবাগত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সংবর্ধনা

মঙ্গলবার দুপুরে রাজবাড়ী জেলার নবাগত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গনেশ চন্দ্র মণ্ডলকে বালিয়াকান্দি উপজেলা প্রাণিসম্পদ অফিসের প্রশিক্ষণ কক্ষে এক সংবর্ধনা প্রদান করা হয়।

নবাগত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গণেশ চন্দ্র মন্ডলকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা প্রাণিসম্পদ অফিসের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ। বালিয়াকান্দি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গনেশ চন্দ্র মণ্ডল , ভেটেরিনারি সার্জন ডাঃ খায়ের উদ্দীন আহমেদ, এ আই সেচ্ছাসেবী মোঃ ইলিয়াস, এনএটিপি কর্মী মোঃ মতিউর রহমান, ভিএফএ মোঃ আজিজুল ইসলাম, ভিএফএ ভজন, ভিএফএআই মোহাম্মদ আলী প্রমুখ।

সভায় বক্তারা , রাজবাড়ী জেলার প্রাণিসম্পদ উন্নয়নে নবাগত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গনেশ চন্দ্র মণ্ডল প্রশংসনীয় ভূমিকা রাখবেন, এই প্রত্যাশা ব্যক্ত করেন এবং তাঁর সাফল্য কামনা করেন ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী জেলার নবাগত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গনেশ চন্দ্র মণ্ডল সবার সহযোগিতা নিয়ে রাজবাড়ীকে প্রাণিসম্পদ সেক্টরে বাংলাদেশের সামনের কাতারে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের দোয়া কামনা করেন।

উল্লেখ্য গত ১২ ফেব্রুয়ারি ডাঃ গনেশ চন্দ্র মণ্ডল রাজবাড়ী জেলায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে যোগদান করেন।



মন্তব্য চালু নেই